Engine এ Hunting কি?
Engine এ hunting হলো একটি অবস্থা যেখানে engine এর speed (RPM) স্থির থাকে না, বরং বারবার উপর-নিচে ওঠানামা করে।
অর্থাৎ Engine কখনো বেশি গতিতে চলে আবার হঠাৎ কমে যায় – এভাবে oscillation হতে থাকে।
Hunting কেন হয়?
Engine এ hunting হওয়ার কিছু প্রধান কারণঃ
- Governor এর ত্রুটি
- Governor fuel supply ঠিকভাবে control না করলে RPM ওঠানামা করে।
- Fuel system problem Fuel injector dirty/clogged হলে fuel supply অসম হয়।Fuel pump এর delivery ত্রুটিপূর্ণ হলে।
- Air-fuel ratio imbalance Excess air বা কম air supply হলে combustion stable হয় না।
- Load variation হঠাৎ load বাড়া/কমানোর কারণে engine দ্রুত adjust করতে না পারলে।
- Control system lag Electronic governor / actuator এর response delay থাকলে।
- Ignition বা Combustion problem (Gas engine এ বেশি হয়) Spark timing error বা cylinder এ proper combustion না হলে।
Hunting হলে কি কি সমস্যা হয়?
- Engine এর vibration বেড়ে যায়
- Fuel consumption বেড়ে যায়
- Efficiency কমে যায়
- Mechanical stress বাড়ে – crankshaft, bearing, coupling damage হতে পারে।
- Alternator এ voltage & frequency fluctuation হয়।
- Power plant এ grid disturbance হতে পারে।
Hunting প্রতিকারের উপায়ঃ
- Governor system check & calibration করা Mechanical governor হলে spring-tension ঠিক করতে হয়। Electronic governor হলে tuning (gain, stability) adjust করতে হয়।
- Fuel system পরিষ্কার ও ঠিক রাখা। Injector পরিষ্কার রাখা। Fuel pump pressure পরীক্ষা করা।
- Air system ঠিক রাখা। Air filter clean রাখা।
- Turbocharger efficiency maintain করা।
- Proper tuning করা
- Air-fuel ratio adjust করা।
- Load sharing system balance করা।
- Control system maintenance Actuator, sensors, control module ঠিকভাবে কাজ করছে কিনা দেখা।
সহজভাবে বললেঃ
Hunting মানে Engine এর speed স্থির না থেকে ওঠানামা করা। এটি মূলত governor/fuel/air system এর ত্রুটির কারণে হয়। সঠিক maintenance, calibration ও tuning করলেই প্রতিকার সম্ভব।
Tags:
Power Plant Solution