রিভার্স পাওয়ার এলার্ম ও ফল্ট এসে ইঞ্জিন ট্রিপ করার কারন গুলো ধাপে ধাপে জেনে নেওয়া যাক
প্রথমে জেনে নেই রিভার্স পাওয়ার কি?
রিভার্স পাওয়ারঃ রিভার্স পাওয়ার হলো জেনারেটর বিদ্যুৎ উৎপাদন না করে বরং সিস্টেম থেকে বিদ্যুৎ গ্রহণ করে স্বয়ংক্রিয় বা অটোমেটিক ভাবে অল্টারনেটকে ঘুরাতে থাকে।
রিভার্স পাওয়ারের কারণ সমূহঃ
- ফুয়েল সাপ্লাই ব্যর্থতা
- লোড শেয়ারিং ত্রুটি।
- গভর্নর বা কন্ট্রোল সিস্টেমের ত্রুটি।
- মেকানিক্যাল ফেইলির।
- প্রাইম মুভারের হঠাৎ বন্ধ হওয়া।
রিভার্স পাওয়ারে ট্রিপ করার মূল উদ্দেশ্যঃ
- যন্ত্রপাতি ক্ষতি প্রতিরোধ।
- ইঞ্জিনের মেকানিক্যাল অংশ রক্ষা।
- সিস্টেম স্টেবিলিটি বজায় রাখা।
- সেফটি স্ট্যান্ডার্ড মেনে চলা।
রিভার্স পাওয়ার হলে প্রতিরোধঃ
- গভর্নর ও ফুয়েল সিস্টেম রক্ষণাবেক্ষণ।
- লোড শেয়ারিং সেটিং ঠিক রাখা।
- রিভার্স পাওয়ার রিলে টেস্ট করা।
- নিয়মিত প্রিভেন্টিভ মেইনটেন্যান্স।
রিভার্স পাওয়ার এলার্ম দেখিয়ে ইঞ্জিন ট্রিপ করার কারন?
উত্তরঃ ইঞ্জিন মডেলঃ Caterpillar G 3520 h সিরিজ
⏩সমস্যাঃ- ৩ টি গ্যাস জেনারেটর প্যারালালে ৮৫% লোডে চলছিল। হঠাৎ ১ টি জেনারেটর ৮৫% থেকে ৯৫% লোড নেয় অল্প কিছু সময়ের জন্য। এরপর রিভার্স পাওয়ার এলার্ম দেখিয়ে ইন্জিন ট্রিপ করে।এলার্ম রিসেট/কম লোডে চালালেও একই সমস্যা দেখা দেয়।
⏩সমাধানঃ- জিরো প্রেসার গ্যাস রেগুলেটর এর ডায়াফ্রাম/রাবার গ্যাসকেট ড্যামেজ ছিল। পরিবর্তন করার পর ইন্জিন ফুল লোডে চলে।
চিত্রঃ রিভার্স পাওয়ার |
Tags:
Power Plant Solution