Compression Ratio কি?
উত্তর: সংকোচন অনুপাত: সিলিন্ডার এর মোট আয়তন ও clearance আয়তনের অনুপাতকে compression ratio বা সংকোচন অনুপাত বলে।
কম্প্রেশন স্ট্রোক শুরু হওয়ার পূর্বে সাকশন স্ট্রোকের সময় যে পরিমাণ বাতাস ও জ্বালানির মিশ্রণ সিলিন্ডারে প্রবেশ করে তা কম্প্রেশন স্ট্রোকের শেষে ঐ বাতাস বা মিশ্রণ সংকুচিত হয় এই সংকুচিত বাতাসের আয়তন এবং পূর্বের বাতাস বা মিশ্রণ এর আয়তনের অনুপাত কম্প্রেশন রেশিও বা সংকোচন অনুপাত বলে।
ক্লিয়ারেন্স ভলিউম সাধারণত যে সব ইঞ্জিনে পেট্রোল, অকটেন ব্যবহৃত হয় ঐ সব ইঞ্জিনের কম্প্রেশন রেশিও কম এবং যে সব ইঞ্জিনে ডিজেল ব্যবহার হয়, সেক্ষেত্রে কম্প্রেশন বেশি হয়। ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে কম্প্রেশন রেশিও ১২:১ থেকে ২২:১। এর মধ্যে আর পেট্রোল ইঞ্জিনের ক্ষেত্রে কম্প্রেশন রেশিও ৬:১ থেকে ১২:১ এর মধ্যে থাকে।
![]() |
| চিত্র:কম্প্রেশন রেশিও |
